বিএনপির শাসনামলেই জঙ্গিবাদের উত্থান: নাসিম
প্রকাশিত : ২৩:৫৮, ৩ জুন ২০১৮ | আপডেট: ২৩:৫৯, ৩ জুন ২০১৮
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বাংলাদেশে জঙ্গিাবাদের উত্থান হয়েছে বিএনপির শাসনামলে।
আজ রবিবার কাজীপুরের মাইজবাড়ি ইউনিয়নের ঢেকুরিয়ায় পানি উন্নয়ন বিভাগের বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, জনগণের উপর নিপীড়ন নির্যাতনকারী ও জঙ্গি মদতদানকারী দলের নেত্রীর মুক্তির আন্দোলনে এ দেশের মানুষ আর কোন সাড়া দেবে না। রাজপথে নামবে না। দেশের মানুষ শান্তিতে থাকতে চায়।
ঈদের পর বিএনপি আন্দোলনে নামছে মওদুদ আহমেদের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, রাজপথে জ্বালাও-পোড়াও করে, মানুষ পুড়িয়ে হত্যার মতো কোনো আন্দোলন এ দেশে হতে দেয়া হবে না। রাজপথের আন্দোলনে নয়-খালেদা জিয়াকে আইনের মাধ্যমেই মুক্ত হতে হবে। এর কোন বিকল্প নেই।
মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জঙ্গি দমন করেছেন, বিদ্যুৎ সমস্যার সমাধান করেছেন, মাদক নির্মুলে কঠোর কর্মসূচি গ্রহণ করেছেন, দেশের আর্থ সামাজিক উন্নয়নের নেতৃত্ব দিচ্ছেন। বিশ্ব দরবারে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে দাঁড় করিয়েছেন।
পরিদর্শন কালে কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেলাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে সন্ধ্যায় নাসিম জেলা প্রশাসন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন।
এ সময় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি, সেলিনা বেগম স্বপ্না এমপি, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা ও পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসি
আরও পড়ুন